ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

মেলান্দহে ভাইয়ের হাতে ভাই খুন

মেলান্দহে ভাইয়ের হাতে ভাই খুন

প্রতীকী ছবি

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৮:৩১

জামালপুরের মেলান্দহ উপজেলায় জমি নিয়ে বিরোধে বড় ভাই এনামুলের হাতে ছোট ভাই জাকিরুল খুন হয়েছেন। এনামুল ও জাকিরুল উপজেলার নাংলা ইউনিয়নের বন্দোরৌহা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

শনিবার দুপুরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, এনামুল হক তার পিতা আ. মান্নানের কাছ থেকে তার বসত ভিটার জমি লিখে নেন। এ নিয়ে ছোট ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। 

শনিবার দুপুরে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে বড় ভাই এনামুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাইয়ের মাথায় রড দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই জাকিরুল মারা যান।

মেলান্দহ থানার ওসি মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পিতা আঃ মান্নান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে এনামুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন

×