নতুন কমিটি নিয়ে ক্ষোভ
সিলেটে স্বেচ্ছাসেবক দলের ১০ নেতার পদত্যাগ

সিলেট ব্যুরো
প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৮:৪৩
সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। নতুন কমিটিতে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে উভয় কমিটির ১০ জন নেতা পদত্যাগ করেছেন।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে প্রেরিত পদত্যাগপত্রে জেলার একজন যুগ্ম আহবায়ক, ৬ জন সদস্য ও মহানগরের ৩ জন সদস্য সাক্ষর করেন। শনিবার রাতে কাউন্সিলর মো. আব্দুর রকিব তুহিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর কমিটিকে ‘ভারসাম্যহীন’ ও ‘পকেট কমিটি’ বলে অভিহিত করা হয়।
গত ১৭ আগষ্ট রাতে কেন্দ্র থেকে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের পৃথক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে আব্দুল আহাদ খান জামালকে আহবায়ক ও দেওয়ান জাকির হোসেন খানকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে মহানগর কমিটিতে আব্দুল ওয়াহিদ সুহেলকে আহবায়ক ও আজিজুল হোসেন আজিজকে সদস্য সচিব করা হয়েছে। আহবায়ক-সদস্য সচিবসহ ৬১ সদস্যের কমিটিগুলোতে ১৫ জন করে যুগ্ম আহবায়ক ও ৪৪ জন সদস্য রয়েছেন। এই কমিটি ঘোষণার পর থেকে সিলেট বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে।
শনিবার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমদাদ বক্স, সদস্য মওদুদুল হক, শহীদুল ইসলাম কাদির, আলতাফ হোসেন বিলাল, আমিনুল হক বেলাল, শাহিদুল ইসলাম চৌধুরী লাহিন ও মহানগরের সদস্য কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, রুজেল আহমদ চৌধুরী, আব্দুল হান্নান ও আক্তার আহমদ পদত্যাগ করেন।
বুধবার রাতে উভয় কমিটিতে তার মতামতকে উপেক্ষার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক অ্যাডভোকেট শামসুজ্জামান জামান পদত্যাগ করেন। তিনি সদ্য বিলুপ্ত জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়কও ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে নেতাদের অবমূল্যায়নের তথ্য উপস্থাপন করে বলা হয়, সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহবায়ক মওদুদুল হককে বর্তমান কমিটিতে ৩১ নম্বর সদস্য করা হয়েছে। সিলেট সিটি করপোরেশনের দুইবারের কাউন্সিলর ও মহানগর বিএনপির সহ-প্রচার সম্পাদক আব্দুর রকিব তুহিনকে ৩৮ নম্বর ও জেলা বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমিনুল হক বেলালকে ৪৯ নম্বর সদস্য করা হয়েছে। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদুল ইসলাম কাদির, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন বিলাল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রুজেল আহমদ চৌধুরীকেও অবমূল্যায়ন করা হয়েছে।
শনিবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে পদত্যাগপত্রে বিক্ষুব্ধ নেতারা লিখেন, কমিটি দেখে আমরা বিস্মিত ও হতবাক। যারা বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন তাদেরকে বাদ দিয়ে নিষ্ক্রিয় ও অযোগ্যদের দিয়ে কমিটি ঘোষণা করে একটি হাস্যকর কমিটি উপহার দিয়েছে। তারা বলেন, আমাদেরকে কমিটিতে এমন এক জায়গায় স্থান দিয়েছেন, যা উপহাসের পাত্র হিসেবে পরিণত করেছে। গত শুক্রবার রাতে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদুল ইসলাম কাদির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে পদত্যাগের ঘোষনা দিয়ে জেলার নতুন আহবায়ক কমিটির নেতাদের ‘লিপস্টিক মার্কা কমিটি’ বলে কটুক্তি করেন।
- বিষয় :
- সিলেট
- স্বেচ্ছাসেবক দল
- পদত্যাগ
- নেতা