ট্রাক্টর চালকের ৫০ হাজার টাকা জরিমানা

টিলা কেটে মাটি পরিবহনের দায়ে আয়নুল হোসেন নামের এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।ছবি: সমকাল
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৯:০৫
মৌলভীবাজারের বড়লেখায় টিলা কেটে মাটি পরিবহনের দায়ে আয়নুল হোসেন নামের এক ট্রাক্টর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন।
এ সময় শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টিলা কাটার খবর পেয়ে শনিবার সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের করমপুর এলাকায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন। সেখানে গিয়ে টিলা কাটার সত্যতা পান তিনি। এ সময় একটি ট্রাক্টর জব্দ করা হয়। পরে ট্রাক্টরের চালক আয়নুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
- বিষয় :
- জরিমানা
- ট্রাক্টর চালক
- ভ্রাম্যমাণ আদালত