হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পিটিয়ে ফরিদুলকে হত্যা করা হয়

নিহত ফরিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ১০:০৮
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বীর মুক্তিযোদ্ধার ছেলে ফরিদুল ইসলামকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার লোমহর্ষক ভিডিও পাওয়া গেছে।
শনিবার প্রকাশ হওয়া ১২ সেকেন্ডের ভিডিও ক্লিপটিতে দেখা যায়, ঘরের মেঝেতে হাত-পা বাঁধা ফরিদুলের বুকে ও পুরো শরীরে বড় হাতুড়ি দিয়ে আঘাত করছে একজন। সে আরেকজনকে বলছে, 'এ লাইভে কর, লাইভে যা'। প্রতিটি আঘাতে জোরে 'বাবা, ও বাবা' বলে চিৎকার করছেন ফরিদুল। ঘটনার সময় এক নারীসহ একাধিক ব্যক্তির উপস্থিত থাকার প্রমাণ রয়েছে ভিডিওটিতে।
ফরিদুল উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের সোনাহাট বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত শামছুল হকের ছেলে। এ হত্যার ঘটনায় তার মা ফাতেমা বেওয়া বাদী হয়ে পাইকেরছড়া ইউনিয়নের সাইফুর রহমান, তার স্ত্রী, মা ও দুই ভাইসহ পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। সাইফুর, তার মা ও দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিন ভাই দু'দিন করে রিমান্ডে আছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলা সদর থেকে ফেরার পথে পাইকেরছড়া ইউনিয়নের শাহি মোড়ে ফরিদুল ইসলামের মোটরসাইকেলের গতিরোধ করে বাড়িতে নিয়ে যায় পাইকেরছড়া ব্রিজপাড় এলাকার আব্দুল কাদেরের ছেলে সাইফুর রহমান। বাড়িতে নিয়ে গিয়ে ফরিদুলের হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে দীর্ঘ সময় নির্মমভাবে পেটায় সে ও তার পরিবারের লোকজন। নির্যাতনের ঘটনা ভিডিও করা হয়।
বিষয়টি জানানো হলে পুলিশ ফরিদুলকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান ফরিদুল। এ ঘটনায় অভিযান চালিয়ে সাইফুর, তার মা সাহেরা বেওয়া, ভাই সোহেল রানা ও রয়েল মিয়াকে গ্রেপ্তার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
স্থানীয়রা জানান, সাইফুর এলাকার চিহ্নিত সন্ত্রাসী। ২০২০ সালের ১৪ মার্চ দলবল নিয়ে ফরিদুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে সে। ওইদিন সাইফুর ও তার সহযোগী কুদ্দুসকে গণধোলাই দিয়ে বেঁধে রাখে ফরিদুলের লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হয়। ওই ঘটনার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।
ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, এ হত্যার ঘটনায় সাইফুরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যায় ব্যবহূত হাতুড়িসহ অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আরও কেউ জড়িত কিনা, তা দেখা হচ্ছে।
- বিষয় :
- পিটিয়ে হত্যা
- হাত-পা বেঁধে
- কুড়িগ্রাম