সিআরবি রক্ষায় চবি অ্যালামনাইর সমাবেশ

ছবি: ফাইল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ১০:১৫
'সিআরবির সোনার দেহত হাত লাগাইতাম দিতাম ন/ আঁরা হুইনতাম ন/ আঁরা মাইনতম ন (সিআরবির সোনার দেহে হাত লাগাতে দেব না/আমরা শুনব না/ আমরা মানব না)।' সিআরবির প্রাণ-প্রকৃতি রক্ষায় চলমান আন্দোলনের 'থিম সং' এটি।
হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রতিবাদে যে কোনো কর্মসূচির শুরুতে এখন মাইকে বাজানো হয় চট্টগ্রামের আঞ্চলিক ভাষার এই গান।
শনিবার বিকেলে সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্পের প্রতিবাদে সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। তাদের এই কর্মসূচি শুরুর আগেও যখন এই গানটি বাজানো হয়, তখন উপস্থিত সবাই সমস্বরে গাইতে থাকেন গানটি। সে সময় তারা বজ্রকণ্ঠে প্রত্যয় ব্যক্ত করেন বিতর্কিত হাসপাতাল প্রকল্পটি রুখে দেওয়ার। সিআরবিতে রয়েছে চাকসুর প্রথম জিএস শহীদ বীর মুক্তিযোদ্ধা আবদুর রবের সমাধি। সমাবেশ শুরুর আগে শহীদ আবদুর রবের কবরে শ্রদ্ধা জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ।
সাবেক সংসদ সদস্য মাজহারুল হক শাহের সভাপতিত্বে ও অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সিআরবি রক্ষায় আন্দোলনরত নাগরিক সমাজের চেয়ারম্যান ড. অনুপম সেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, অ্যাডভোকেট ইফতেখার সাইমুম চৌধুরী, মুক্তিযোদ্ধা মো. ইউনুস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।
সমাবেশে অনুপম সেন আবারও যে কোনো মূল্যে সিআরবির প্রাকতিক সৌন্দর্য রক্ষা করা হবে বলে ঘোষণা দেন। সিআরবিতে হাসপাতাল নির্মাণ প্রকল্প নিয়ে রেলওয়ের অনড় অবস্থানে ক্ষোভ প্রকাশ করেন অন্য বক্তারা।
- বিষয় :
- সিআরবি
- অ্যালামনাইর সমাবেশ
- চবি