ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

গিনেস রেকর্ডসে নাম উঠল না 'রানী'র

গিনেস রেকর্ডসে নাম উঠল না 'রানী'র

ছোট্ট আকারের গরু 'রানী'

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ১২:০০ | আপডেট: ২২ আগস্ট ২০২১ | ০২:৩২

খাদ্যে বিষক্রিয়ায় মৃত্যু হওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল না বাংলাদেশের সবচেয়ে ছোট আকারের গরু 'রানী'র। বুধবার হঠাৎ অসুস্থ হয়ে বৃহস্পতিবার 'রানী' মারা যায়।

সাভার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম বলেন, সাভারের চারিগ্রাম এলাকার শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে খামারের গরু 'রানী' হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার দুপুরে আমাদের এখানে আনা হয়। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি গরুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সুস্থ করতে। পেট ফুলে যাওয়ায় গরুটিকে বাঁচানো যায়নি।

শিকড় অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আবু সুফিয়ান বলেন, বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়তে 'রানী'র আর মাত্র দেড় মাস বাকি ছিল।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর জন্য গত ২ জুলাই আবেদন করে কর্তৃপক্ষ। বক্সার ভুট্টি জাতের এ খর্বাকৃতির গরুটির ওজন ২৬ কেজি আর উচ্চতা ২০ ইঞ্চি ছিল। দুই বছর বয়সী এ গরুর দুটি দাঁতও ছিল।

আরও পড়ুন

×