ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

টিকা নিতে এসএমএসে মানুষকে উদ্বুদ্ধ করছেন আশীষ

টিকা নিতে এসএমএসে মানুষকে উদ্বুদ্ধ করছেন আশীষ

মোস্তফা আশীষ ইসলাম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১ | ১১:০৭ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১ | ১১:০৭

করোনা ভাইরাস প্রতিরোধে গণটিকার দ্বিতীয় ডোজ গ্রহণে মানুষকে উদ্বুব্ধ করছেন যশোর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমটির সদস্য মোস্তফা আশীষ ইসলাম। যশোরে টিকাগ্রহণকারীদের কাছে মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠাচ্ছেন তিনি। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৭ আগস্ট ঝিকরগাছা উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়নের ৭ হাজার ১৬৮ জন প্রথম ডোজের গণটিকা গ্রহণ করেছিলেন। সেসব টিকা গ্রহণকারীদের দ্বিতীয় ডোজের টিকা গ্রহণের তথ্য জানাতে মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়েছেন তিনি। 

উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভায় যেসব নাগরিক প্রথম ডোজের গণটিকা নিয়েছিলেন তাদের সবার মুঠোফোনে এই বার্তা পাঠানো হয়েছে। মুঠোফোনে তিনি লেখেন, ‘প্রথম টিকা নেওয়ার কেন্দ্রেই দ্বিতীয় টিকা নিন।  আস্থা রাখুন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে’। 

উল্লেখ্য, ৭ আগস্ট প্রথম ডোজ টিকা নেওয়ার দিন ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ৭৬ হাজার ৮৭২ জনের কাছে এসএমএস পাঠিয়েছিলেন মোস্তফা আশীষ ইসলাম।

আরও পড়ুন

×