সাড়ে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
গাঁজাসহ গ্রেপ্তার মাসুম জোমাদ্দার - সমকাল
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০২:২২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৩:১৭
ঝালকাঠির রাজাপুরে সাড়ে ৩ কেজি গাঁজাসহ মো. মাসুম জোমাদ্দার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বাগড়ি ইউশা ফিলিং স্টেশনের সামনে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার মাসুম ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকার মৃত ইয়াকুব আলী জোমাদ্দারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ওই বাসে অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ মাসুমকে গ্রেপ্তার করা হয়। তিনি অনেক দিন ধরেই এলাকায় মাদকের ব্যবসায় করে আসছিলেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, রাতেই পুলিশ বাদী হয়ে মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে এবং শনিবার সকালে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়।
- বিষয় :
- মাদক কারবারি
- গাঁজা
- গ্রেপ্তার