ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া সেই আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়া সেই আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৩:৪৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৫:২৫

এক মাস আগে পুলিশের ওপর হামলা চালিয়ে পালানো আসামি হাবিব উল্লাহ ওরফে মগুসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার কক্সবাজারের বিলকিস মার্কেটে অভিযান চালিয়ে পলাতক ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

হাবিবের বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবর পাড়ায়। গ্রেপ্তার আরেকজন হলেন- একই ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার আব্দুল গণি (৪০)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘পুলিশের ওপর হামলা মামলার অন্যতম পলাতক আসামি ও শীর্ষস্থানীয় মাদক কারবারি টেকনাফের হাবিব উল্লাহ ওরফে মগু কক্সবাজার অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের বিলকিস মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।’

পুলিশ সূত্রে যানা যায়, মগুকে জিজ্ঞাসাবাদে তার এলাকায় এক স্বজনের বাড়িতে ইয়াবা চালান মজুতের কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার সহযোগী আবদুল গণিকে গ্রেপ্তার করে পুলিশ। মগুর বিরুদ্ধে মাদকসহ ৯টি মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মাদকসহ একাধিক মামলার আসামি হাবিবুর রহমান ওরফে মগুকে গ্রেপ্তার করে থানায় আনার সময় লোহার রড, দা, কিরিচসহ ইট পাটকেল দিয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় তার লোকজন। সে সময় তিন পুলিশ আহত হন। এ ঘটনায় মগুকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়।

whatsapp follow image

আরও পড়ুন

×