ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় টর্চার সেলের সন্ধান, গ্রেপ্তার ১

নওগাঁয় টর্চার সেলের সন্ধান, গ্রেপ্তার ১

প্রতীকী ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৪:৫৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৪:৫৫

নওগাঁর মহাদেবপুরে একটি টর্চার সেলের সন্ধান পেয়েছে র‌্যাব। সেখানে ব্যবসায়ীদের ধরে এনে পরিবারের কাছে চাঁদা চাওয়া হতো। চাঁদা না পেলে চলতো নির্যাতন। শুক্রবার রাতে সেই টর্চার সেলে অভিযান চালিয়ে রুহুল আমিন নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার র‌্যাব-৫ সদর দফতরে প্রেস ব্রিফিং করে রুহুলকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর অধিনায়ক লে: কর্ণেল জিয়াউর রহমান তালুকদার জানান, সম্প্রতি মহাদেবপুরের নার্সারী ব্যবসায়ী মিঠুন চৌধুরীকে অপহরণ করে চাঁদা দাবি করে রুহুল ও তার সঙ্গীরা। চাঁদার টাকা না দিলে মিঠুনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পরে পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে মিঠুনের স্ত্রী শ্যামলী রাণী তার স্বামীকে ছাড়াতে গেলে তাকেও মারধর করে মাথার চুল কেটে দেওয়া হয়।

র‌্যাব কর্মকর্তা বলেন, তিন দিন পর সেখান থেকে মিঠুনকে উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই পলাতক ছিলো রুহুল আমিন। গত রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রুহুলের সহযোগী তরিকুলকে নওগাঁর মহাদেবপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

whatsapp follow image

আরও পড়ুন

×