ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

আমাকে ঘিরে কোনো উপদল সৃষ্টি হবে না: বিদিশা

আমাকে ঘিরে কোনো উপদল সৃষ্টি হবে না: বিদিশা

বিদিশা এরশাদ- ফাইল ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৬:৫৯ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৬:৫৯

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদকে ঘিরে কোনো উপদল সৃষ্টি হবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘আমাকে ঘিরে কোনো উপদল সৃষ্টি হবে না। এরশাদের ছেলে এরিকের ঘোষণা অনুযায়ী- আমি মূল জাতীয় পার্টির কো-চেয়ারম্যান।’

শনিবার দুপুরে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে বিদিশা এরশাদ সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় পার্টির অবস্থা এখন ভালো নেই। সরকারের সঙ্গে ভালো সমন্বয়ও নেই। সমন্বয় থাকলে সিলেট-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক আরও ভোট পেতেন এবং এরশাদের লাঙ্গল মার্কা বিজয় লাভ করত।’

এর আগে শনিবার দুপুর ১২টার দিকে বিমানের একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিদিশা এরশাদ। ওসমানী বিমানবন্দর থেকে তিনি সরাসরি যান হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করতে। এরপর হযরত শাহপরাণ মাজার জিয়ারত শেষে রাতে তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যান। এসবের মাঝে নগরীর একটি অভিজাত হোটেলে বিশ্রামের পাশাপাশি স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এরিক এরশাদ ঘোষিত দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদসহ কয়েকজন নেতা বিদিশার সঙ্গে আসেন।

প্রসঙ্গত, এরশাদের সঙ্গে বিচ্ছেদের পর জাতীয় পার্টির রাজনীতি থেকে হারিয়ে যান বিদিশা। গত ১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিন তার ছেলে এরিক এরশাদ পার্টির কো-চেয়ারম্যান হিসেবে হিসেবে বিদিশার নাম ঘোষণার পর নতুন করে আলোচনার সৃষ্টি হয়। জীবদ্দশায় যেকোনও রাজনৈতিক কর্মসূচি সিলেট থেকে শুরু করতেন প্রয়াত এরশাদ। এবার তার সাবেক স্ত্রী বিদিশাও রাজনৈতিক নতুন পথচলা সিলেট থেকে শুরু করলেন। তবে শনিবার সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের কাউকে তার সঙ্গে দেখা যায়নি। 

whatsapp follow image

আরও পড়ুন

×