ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

খোলপেটুয়া নদী বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

খোলপেটুয়া নদী বাঁধ ভেঙে ৫ গ্রাম প্লাবিত

খোলপেটুয়া নদীর বিকল্প রিং বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। ছবি: সমকাল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৭:৪০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৭:৪০

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বিকল্প রিং বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। 

শনিবার দুপুরে জোয়ারের সময় প্রতাপনগর মানিক হাওলাদারের বাড়ির উত্তর পাশের বাঁধ ভেঙে যায়। প্রথমে সামান্য ঘোগা ও ঘোগাটি বড় আকার ধারণ করে প্রায় একশ ফুট রাস্তা ভেঙে এলাকা প্লাবিত হয়েছে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, প্রবল জোয়ারের চাপে খোলপেটুয়া নদী বন্যাতলা নামক স্থান থেকে রিং বাঁধ ভেঙে যায়। এতে প্রতাপনগর তালতলা, মাদারবাড়িয়া, কুড়িকাহনিয়া, কল্যাণপুরসহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে বসতবাড়িসহ কয়েকশ বিঘার মৎস্য ঘের তলিয়ে গেছে। চারদিকে শুধু পানি আর পানি। এলাকাবাসীর উদ্যোগে বাঁধের ভাঙনরোধে কাজ চলছে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন খান জানান, ইতোমধ্যে ধসে পড়া এলাকায় বাঁধ নির্মাণের জন্য কাজ চলমান।


whatsapp follow image

আরও পড়ুন

×