খুলনায় ১০৬ দিন পর মৃত্যু নেমে এলো একজনে
প্রতীকী ছবি
খুলনা ব্যুরো
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৮:০০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৮:০০
দীর্ঘ ১০৬ দিন পর খুলনা বিভাগে মৃত্যুর সংখ্যা নেমে এলো একজনে। বিভাগের ১০টি জেলার মধ্যে ৯ জেলা মৃত্যুর দুঃসংবাদ ছাড়া একটি দিন পার করল। গত চব্বিশ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একমাত্র রোগীর মৃত্যু হয়েছে খুলনা জেলায়। এর আগে গত ২৭ মে মৃত্যুশূন্য একটি দিন পার করেছিল খুলনা বিভাগের মানুষ। এরপর প্রতিদিনই বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ৯ জুলাই এক দিনে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।
স্বাস্থ্য বিভাগ থেকে জানা গেছে, গত চব্বিশ ঘণ্টায় খুলনা বিভাগে ১০৪ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন কুষ্টিয়ায় ৫২ জন। অন্যান্য জেলায় আক্রান্তের সংখ্যা ৩০-এর নিচে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার জানান, গত চব্বিশ ঘণ্টায় বিভাগের ১০টি জেলায় মোট এক হাজার ৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১০৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৫২ শতাংশ।
খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত চব্বিশ ঘণ্টায় খুলনা জেলায় ২৪৯ জনের নমুনা পরীক্ষা করে সাতজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৮১ শতাংশ।