ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শজিমেকে ভুয়া সনদে চাকরির অভিযোগে একজন বরখাস্ত

শজিমেকে ভুয়া সনদে চাকরির অভিযোগে একজন বরখাস্ত

শাহিন আরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৮:০৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৮:১০

ভুয়া সনদে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আয়ার চাকরি করার অভিযোগে শাহিন আরা নামে এক নারীকে বরখাস্ত করা হয়েছে। বিভাগীয় তদন্তে এ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক স্বাক্ষরিত স্মারকে এ আদেশ জারি করা হয়েছে।

আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামের মেহের আলীর মেয়ে শাহিন আরা উথরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পাসের একটি সনদপত্র দিয়ে ২০০৬ সালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আয়া পদে চাকরি নেন। তার সনদপত্রটি ভুয়া- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ও বিভাগীয় তদন্ত হয়। ২০২০ সালের ৬ জুন সিরাজগঞ্জ জেলা সিভিল সার্জনকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। ২০ সেপ্টেম্বর তিনি শাহিন আরার দাখিল করা অষ্টম শ্রেণির সনদপত্রটি ভুয়া বলে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদন দাখিল করেন। 

এ ছাড়া আদমদীঘি থানার এসআই মোজাফফর হোসেনও তদন্ত করে তার সনদপত্রটি ভুয়া বলে প্রতিবেদন দাখিল করেন।


whatsapp follow image

আরও পড়ুন

×