ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন নৌকা মান্নান

মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন নৌকা মান্নান

নৌকা মান্নান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৮:২৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৮:২৫

স্বাধীনতার ৫০ বছর পর অবশেষে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন ঈশ্বরদীর সাঁড়াগোপালপুর গ্রামে শখের নৌকা তৈরির কারিগর 'নৌকা মান্নান'। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধিশাখার প্রজ্ঞাপন অনুযায়ী এরই মধ্যে তার নাম প্রকাশ হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল জানান, সর্বশেষ গেজেটে উপজেলার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সাঁড়াগোপালপুর গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে আব্দুল মান্নানের নাম অন্তর্ভুক্তি হয়েছে। একজন প্রকৃত বীর মুক্তিযোদ্ধা জীবনের শেষ সময়ে হলেও স্বীকৃতি পেলেন। এতে ঈশ্বরদীর অন্য মুক্তিযোদ্ধারাও খুশি হয়েছেন।

মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবে আব্দুল মান্নান যুদ্ধ করেন। দেশ স্বাধীন হওয়ার পর ভুলক্রমে তালিকা থেকে তার নাম বাদ পড়ে। তাকে নিয়ে সমকাল, সাপ্তাহিক ঈশ্বরদী ও বেসরকারি একটি টেলিভিশনে একাধিকবার প্রতিবেদন প্রকাশ হয়। আব্দুল মান্নান পেশায় একজন রিকশা মেকানিক। তিনি বঙ্গবন্ধুর নৌকার প্রতি প্রগাঢ় ভালোবাসার নিদর্শন হিসেবে ৪০ বছর ধরে ছোট ছোট 'শখের নৌকা' বানিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন। এলাকায় তিনি 'নৌকা মান্নান' হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, ব্যক্তিগত জীবনে আব্দুল মান্নান একজন প্রকৃত ভূমিহীন। তার এক ছটাক জমিও নেই। তিনি ঈশ্বরদীর সাঁড়াগোপালপুরে রেলের জমিতে ঝুপড়ি ঘর তুলে স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করেন।

ঈশ্বরদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ফখরুল ইসলাম মনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় একজন সম্মুখসারির মুক্তিযোদ্ধা হয়েও আব্দুল মান্নান ৫০ বছর ধরে স্বীকৃতি পাননি। তবে শেষ পর্যন্ত তিনি স্বীকৃতি পাওয়ায় এলাকার মানুষ খুশি হয়েছেন।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস বলেন, সর্বশেষ প্রকাশিত গেজেটে আব্দুল মান্নানের নাম এসেছে। দেরিতে হলেও তিনি বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন।

স্বীকৃতি পেয়ে আব্দুল মান্নান বলেন, আমার কোনো জমিজমা নেই। রেলের জমিতে বসবাস করছি। আমার কষ্টের কথা ও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি না পাওয়াসহ নানা বিষয় নিয়ে একাধিকবার প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্বীকৃতি পাওয়ায় এ নিয়ে যারা প্রতিবেদন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

whatsapp follow image

আরও পড়ুন

×