ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শিক্ষা প্রকৌশলের ভবন নির্মাণে পাহাড় কাটার অভিযোগ, মামলা

শিক্ষা প্রকৌশলের ভবন নির্মাণে পাহাড় কাটার অভিযোগ, মামলা

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৮:২৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৮:২৮

চট্টগ্রামে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ভবন নির্মাণে পাহাড় কাটার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান ও শ্রমিকদের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। শুক্রবার রাতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক মনির হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলার আসামি হলেন ঠিকাদার মহসিন হায়দার, উপঠিকাদার মো. শফিক, শ্রমিক আক্তার হোসেন ও মো. রাছেল। মামলার পরপরই শ্রমিক আক্তার ও রাছেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, খুলশী থানাধীন জাকির হোসেন রোডে সরকারি মহিলা কলেজের পাশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের পাঁচতলা ভবন নির্মাণের জন্য পাহাড় কাটতে দেখেন তারা। ঘটনাস্থল থেকে আক্তার হোসেন ও মো. রাছেলকে আটক করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মহসিন অ্যান্ড ব্রার্দাসের স্বত্বাধিকারী মহসিন হায়দার ও উপঠিকাদার শফিক তাদের পাহাড় কাটার কাজে নিয়োজিত করেছেন বলে জানিয়েছেন শ্রমিকরা। সরেজমিন প্রায় চার হাজার ঘনফুট পাহাড় কাটার প্রমাণ পান তারা।

এর আগে গত ১৯ আগস্ট পাহাড় কাটার দায়ে মহসিন অ্যান্ড ব্রাদার্সকে নোটিশ দেয় পরিবেশ অধিদপ্তর। পরে পাহাড় কাটা হবে না মর্মে অঙ্গীকারনামা দিয়ে ছাড় পান ঠিকাদার মহসিন হায়দার। এরপরও পাহাড় কাটা অব্যাহত রাখেন তারা। ২০১৮ সালের ২২ অক্টোবর চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে পাহাড় কাটা হবে না মর্মে অঙ্গীকার করে পাঁচতলা ভবন নির্মাণে পরিবেশ ছাড়পত্র পায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, মামলা হওয়ার পর দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

whatsapp follow image

আরও পড়ুন

×