ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

খোলার এক দিন আগে বিদ্যালয়ে চুরি

খোলার এক দিন আগে বিদ্যালয়ে চুরি

শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি: সমকাল

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৪১ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৪১

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার এক দিন আগে নীলফামারীর ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের কোনো এক সময়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষের তালা ভেঙে বিভিন্ন মালপত্র চুরি হয়েছে।

১২ সেপ্টেম্বর স্কুল খোলার সিদ্ধান্তের পর এক সপ্তাহ ধরে স্কুল পরিচ্ছন্নতার কাজ করে আসছে কর্তৃপক্ষ। প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চলে স্কুল ধোয়ামোছার কাজ। এরপর রাতের কোনো এক সময় প্রধান শিক্ষকের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে থাকা সিসি মনিটর, ডিভিআর, সিসি ক্যামেরা, কম্পিউটার সেট, রাউটার, অণু ও জাতীয় পতাকা চুরি করে নিয়ে যায় চোরেরা। এ সময় চোরেরা আলমারির তালা ভাঙলেও কোনো কাগজপত্র নেয়নি। 

শনিবার সকালে স্কুল খুলতে এসে অফিস সহায়ক কাম প্রহরী রুবেল ইসলাম প্রধান শিক্ষকের কক্ষের তালা ভাঙা দেখতে পান। তাৎক্ষণিক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিকে ফোনের মাধ্যমে বিষয়টি অবহিত করেন। প্রধান শিক্ষক গোলাম সারওয়ার বাবু ও সভাপতি রাশেদ মাহমুদ উজ্জ্বল তাৎক্ষণিক স্কুলে এসে পুলিশে খবর দেন।

ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহমুদ উজ্জ্বল জানান, এর আগেও বিদ্যালয় চুরির ঘটনা ঘটেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার বাবু জানান, চুরি যাওয়া জিনিসপত্রের তালিকা করে থানায় অবহিত করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


whatsapp follow image

আরও পড়ুন

×