ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু সম্পর্কে কোনো অপবাদ বরদাশত করা হবে না: তাজুল ইসলাম

বঙ্গবন্ধু সম্পর্কে কোনো অপবাদ বরদাশত করা হবে না: তাজুল ইসলাম

মো. তাজুল ইসলাম। ছবি: ফাইল

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৫০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৫০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমকক্ষ কেউ নেই। বঙ্গবন্ধু লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এনেছেন এবং তিনি স্বাধীনতার ঘোষক। এখানে কারও অংশীদারিত্বের সুযোগ নেই। বঙ্গবন্ধু সম্পর্কে কেউ কোনো প্রকার অপবাদ দেওয়ার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না।

শনিবার দুপুরে সুনামগঞ্জের সদ্য ঘোষিত মধ্যনগর উপজেলা পরিষদ কমপ্লেপ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর খাদ্য ঘাটতি পূরণ, যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি, কর্মসংস্থান সৃষ্টিসহ সারাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে।

হাওরাঞ্চলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা হাওরাঞ্চল পরিদর্শন করে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। এই প্রকল্পের কারণে হাওরাঞ্চলে অনেক অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

মধ্যনগর বাজারে উপজেলা বাস্তবায়ন পরিষদ আয়োজিত গণসংবর্ধনা ও সুধী সমাবেশে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ তালুকদারের সভাপতিত্বে ও মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের পরিচালনায় বক্তব্য দেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, স্থানীয় এমপি মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল হুদা মুকুট, রেজাউল করিম শামীম, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, মধ্যনগর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম ফারুকী প্রমুখ।


whatsapp follow image

আরও পড়ুন

×