'উন্নয়নের ধারা ধরে রাখার দায়িত্ব সব নেতাকর্মীর'
ইমরান আহমদ। ছবি: ফাইল
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৯:২৮ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৯:২৮
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, জনগণ দেখছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশের মানুষের জন্য কী করছেন। একের পর এক উন্নয়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি উন্নয়নের এই ধারাবাহিকতা ধরে রাখার দায়িত্ব আওয়ামী লীগের সব নেতাকর্মীকে নিতে হবে।
শনিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ সার্বিক বিষয়ে স্থানীয় ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টারের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসলাম। এর আগে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝর, কৃষি কর্মকর্তা সুলতান আলী, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেহান উদ্দিন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, ওসি পরিমল চন্দ্র দেব প্রমুখ।