ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সোনারগাঁ উপনির্বাচন

আ'লীগের মনোনয়ন পেলেন সামসুল ইসলাম ভূঁইয়া

আ'লীগের মনোনয়ন পেলেন সামসুল ইসলাম ভূঁইয়া

অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৯:৩৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৯:৩৫

সব জল্পনা-কল্পনা শেষে সোনারগাঁ উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া। তিনি সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শনিবার আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধির মনোনয়ন বোর্ডের যৌথসভায় তাকে এ মনোনয়ন দেওয়া হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন গত ২২ জুলাই মারা যান। পরে নির্বাচন কমিশন পদটি শূন্য ঘোষণা করে। ৭ অক্টোবর সোনারগাঁ উপজেলা পরিষদ উপনির্বাচনের ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করা হয়।

অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুর আদর্শ লালন করে রাজনীতি করেছি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করায় তাকে ধন্যবাদ। আগামীতে এ মূল্যায়নের বিষয়টি মাথায় রেখে সবাইকে একত্রিত করে দলকে শক্তিশালী করব।

whatsapp follow image

আরও পড়ুন

×