ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৯

পুলিশের হাতে গ্রেপ্তাররা। ছবি: সমকাল

নিজস্ব প্রতিবেদক, সাভার ও নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৯:৫৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৯:৫৩

নরসিংদীতে স্বর্ণের দোকানে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, নগদ দুই লাখ ৪৫ হাজার টাকা, প্রাইভেটকার, গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে শুক্রবার রাতে শহরের পুরোনো লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মাদারীপুর সদর উপজেলার বলাইচর এলাকার মোতালেব খাঁর ছেলে কামাল খাঁ, একই গ্রামের মৃত আ. মান্নান হাওলাদারের ছেলে খবির হাওলাদার; কালকিনী উপজেলার নতুনচর দৌলতখান এলাকার নূরুল ইসলাম হাওলাদারের ছেলে খালেক হাওলাদার, শরীয়তপুরের জাজিরা উপজেলার কুন্ডেরচর এলাকার মোহাম্মদ দেওয়ানের ছেলে আনোয়ার হোসেন দেওয়ান, দাইমুদ্দিন খলিফার কান্দি এলাকার মৃত সিরাজ খলিফার ছেলে দেলোয়ার হোসেন খলিফা; বরিশালের বানারীপাড়া উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকার মৃত হারুন গাজীর ছেলে আল মিরাজ ওরফে মিন্টু, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বন্দকাউলজানি এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুর রহিম মিয়া, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে কবির হোসেন ও ঝাউকান্দি (নিরাতকান্দা) এলাকার সামসু মিয়ার ছেলে আ. রহিম মিয়া।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, ডাকাতরা অস্ত্রসহ জড়ো হয়ে নরসিংদী সদর এলাকায় স্বর্ণের দোকানে ডাকাতি করার জন্য শলাপরামর্শ করছিল। এই ডাকাত দল ৫ সেপ্টেম্বর রাতে ঢাকার আশুলিয়া উপজেলার নয়ারহাট বাজারে ও ৩১ আগস্ট রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।


whatsapp follow image

আরও পড়ুন

×