ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

সিসিক মেয়রের বক্তব্যের নিন্দা নগর আ'লীগের

সিসিক মেয়রের বক্তব্যের নিন্দা নগর আ'লীগের

মেয়র আরিফুল হক চৌধুরী। ছবি: ফাইল

সিলেট ব্যুরো

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১০:১৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১০:১৫

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর অসৌজন্যমূলক ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর আওয়ামী লীগ। সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এক যুক্ত বিবৃতিতে অবিলম্বে মেয়রের 'কটুভাষ্য ও শালীনতা বর্জিত' বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।

গত ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে মেয়র আরিফুল হক বর্তমান সরকার ও আওয়ামী লীগ সম্পর্কে কটূক্তি করেন বলে অভিযোগ উঠেছে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

শনিবার মহানগরের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, মেয়রের কাছ থেকে সিলেটের মানুষ দায়িত্বশীল ও শিষ্টাচারযুক্ত আচরণ আশা করে। সিলেটের রাজনৈতিক সংস্কৃতি পরিপন্থি এমন আচরণ ও ভাষা একজন জনপ্রতিনিধির কাছ থেকে নগরবাসী আশা করে না।

বিবৃতিতে মেয়রের নাম উল্লেখ না করে বলা হয়, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের তৎপরতায় অসংখ্য প্রকল্প সিলেট সিটি করপোরেশনসহ সমগ্র জেলার সার্বিক উন্নয়নে বরাদ্দ হয়েছে। সরকার সিলেট নগরীকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে যখন বদ্ধপরিকর এবং তার জন্য প্রকল্প বরাদ্দ দিয়ে চলেছে, তখন সিটি মেয়র সরকার ও পররাষ্ট্রমন্ত্রীর কৃতিত্ব আড়াল করে নিজেকে জাহির করতে উঠেপড়ে লেগেছেন।

নেতারা বিবৃতিতে বলেন, অতীতে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যিক অগ্নিসন্ত্রাস মোকাবিলা করেছে। সিটি মেয়রের ছলচাতুরীর রাজনীতি ও উস্কানিমূলক বক্তব্যের জবাব হচ্ছে, আওয়ামী লীগ ষড়যন্ত্র ও হুমকি-ধমকির রাজনীতিকে ভয় পায় না।

এতে আরও বলা হয়, নগর পরিচালনার ক্ষেত্রে সিটি মেয়রের এক কর্তৃত্বপরায়ণতা, স্বজনপোষণ-আত্মীয়করণ, লাঠিয়াল 'হেলমেট বাহিনী' লালনসহ নানাবিধ কর্মকাণ্ডের জন্য জনমনে ক্ষোভের সঞ্চার হচ্ছে। দুর্যোগের সময় নগরবাসীকে সেবা প্রদান ও আশ্বস্ত করতে ব্যর্থতা, নগর সেবার মান না বাড়িয়েই পানির বিল বাড়ানোসহ নানা ধরনের আর্থিক বোঝা নগরবাসীর ঘাড়ে চাপিয়ে দেওয়ায় মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।

মেয়রের বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়ে তারা বলেন, তিনি ভবিষ্যতে এ রকম হীন উদ্দেশ্যজাত শিষ্টাচারবহির্ভূত ভাষা ব্যবহার ও উস্কানিমূলক বক্তব্য প্রদান হতে বিরত থাকবেন। অন্যথায় আওয়ামী লীগ নগরবাসীকে নিয়ে রাজনৈতিক জবাব দিতে বাধ্য হবে এবং উদ্ভূত পরিস্থিতির দায়ভার মেয়রকেই বহন করতে হবে।

whatsapp follow image

আরও পড়ুন

×