খুলনায় বন্ধ বিদ্যুৎ কেন্দ্র ফের চালুর দাবিতে মানববন্ধন
মানববন্ধনে বক্তারা। ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১০:২৬ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১০:২৬
খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) বন্ধ থাকা দুটি বিদ্যুৎকেন্দ্র চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
শনিবার সকালে নগরীর খালিশপুরের লিবার্টি চত্বরে মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৭ সালে খালিশপুরের গোয়ালপাড়া এলাকায় ১১৫ মেগাওয়াট ও যশোরের নওয়াপাড়ায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করে কেপিসিএল। তাদের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। সে কারণে খুলনাসহ আশপাশের জেলাগুলো অনেক দিন লোডশেডিংমুক্ত ছিল। কিন্তু কেন্দ্র দুটি গত ১ জুন থেকে বন্ধ থাকায় খুলনায় লোডশেডিং দেখা দিয়েছে।
বক্তারা বলেন, এই বিদ্যুৎকেন্দ্র প্রতি পাঁচ বছর পরপর নবায়ন করাতে হয়। তৃতীয়বারের মতো নবায়নের জন্য ২০২০ সালের অক্টোবরে আবেদন করা হয়। কিন্তু এখনও নবায়ন হয়নি। আবেদন করার পর ১০ মাস অতিবাহিত হলেও নবায়ন না হওয়ায় প্রতিষ্ঠানের দেড় শতাধিক কর্মীর চাকরি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি চালু থাকাকালে তাদের পক্ষ থেকে এই এলাকার অসচ্ছল বয়স্কদের চিকিৎসা ও দুস্থ শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করা হতো। উৎপাদন বন্ধ হওয়ার পর থেকে তাদের সেই সহযোগিতাও বন্ধ রয়েছে। এর ফলে এলাকার দরিদ্র লোকজন বিপাকে পড়েছে।
মানববন্ধনে বক্তৃতা করেন স্থানীয় বাসিন্দা শেখ মোশারফ হোসেন, শেখ মনিরুল ইসলাম, রফিকুল ইসলাম বাবুল, রাফিজা খানম মীরা, শেখ মিজানুর রহমান, জিয়াউর রহমান জিয়া, শিরিনা সুলতানা, আরিফুল ইসলাম টুটুল প্রমুখ।