ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

দাগনভূঞায় চিকিৎসককে মারধর, গ্রেপ্তার ৩

দাগনভূঞায় চিকিৎসককে মারধর, গ্রেপ্তার ৩

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১০:৪৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১০:৪৪

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শাখাওয়াত হোসেনকে মারধর করেছে রোগীর স্বজনরা। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার চণ্ডীপুর গ্রামের মৃত আব্দুর রবের ছেলে আনোয়ার হোসেনের স্ত্রী মনির সন্তান প্রসব হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেেক্স। বিকেলে রোগী হাসপাতালের বাথরুমে পড়ে গেলে স্বামী বিষয়টি শ্বশুরপক্ষের লোকজনকে জানান। খবর পেয়ে আনোয়ারের দুই শ্যালক ঘটনাস্থলে এসে ভূতে ধরেছে বলে বোনকে ঝাড়ফুঁক দেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক রোগীর কক্ষ থেকে সবাইকে বের হওয়ার জন্য বলেন। এতে ক্ষিপ্ত হয়ে রোগীর স্বজনরা আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শাখাওয়াত হোসেনকে মারধর করে। আহত চিকিৎসকের চিৎকারে হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আহত চিকিৎসক বাদী হয়ে সরকারি কাজে বাধা দান ও মারধর করার দায়ে আনোয়ার হোসেন, তার দুই শ্যালক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী গ্রামের আবদুল হকের ছেলে বেলাল হোসেন ও ইকবাল হোসেনকে আসামি করে থানায় মামলা করেন।

মামলার বাদী ডা. শাখাওয়াত হোসেন জানান, ঝাড়ফুঁক দেওয়ার সময় সবাইকে কক্ষ থেকে বের হতে বললে তাকে মেরে আহত করেছে রোগীর স্বজনরা।

থানার পুলিশ পরির্দশক পার্থপ্রতিম দেব বলেন, গ্রেপ্তার আসামিদের রোববার আদালতে পাঠানো হবে।

whatsapp follow image

আরও পড়ুন

×