ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

ইউপি নির্বাচন

খুলনায় ৩৬ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার আ. লীগের

খুলনায় ৩৬ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার আ. লীগের

আওয়ামী লীগের লোগো

খুলনা ব্যুরো

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১২:৪৬ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১২:৪৬

খুলনায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়া ৩৬ জন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। শনিবার রাতে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী জানান, যারা দলের সিদ্ধান্ত উপেক্ষা করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের ব্যাপারে দলের অবস্থান কঠোর। সভায় বিদ্রোহী যে ৩৬ প্রার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, তারা তিনদিনের মধ্যে বিবৃতি দিয়ে প্রার্থিতা প্রত্যাহার না করলে, তাদের স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হবে।

তিনি এও জানান, যারা বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করছেন, সেসব নেতাকর্মীকেও সতর্ক করে তিনদিনের সময় দেওয়া হয়েছে। তারা তিনদিনের মধ্যে দলীয় প্রার্থীর পক্ষে অবস্থান না নিলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় দলের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাদের অংশগ্রহণে উপজেলাভিত্তিক বিশেষ বর্ধিত সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর সকালে কয়রা উপজেলায়, বিকেলে পাইকগাছা উপজেলায়, ১৫ সেপ্টেম্বর দাকোপ উপজেলায়, ১৬ সেপ্টেম্বর বটিয়াঘাটা উপজেলায় এবং ১৭ সেপ্টেম্বর দিঘলিয়া উপজেলায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

whatsapp follow image

আরও পড়ুন

×