ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

আসন্ন নাসিক নির্বাচন

কেন্দ্রের দিকে তাকিয়ে আ'লীগ বিএনপির সম্ভাব্য প্রার্থীরা

কেন্দ্রের দিকে তাকিয়ে আ'লীগ বিএনপির সম্ভাব্য প্রার্থীরা

এমএ খান মিঠু, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১২:০০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১৪:১৯

সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) তৃতীয় নির্বাচন হতে যাচ্ছে। এরকমই আভাস দিয়েছে নির্বাচন কমিশন। ফলে প্রধান দু'দল আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীরা যে যার মতো কাজ শুরু করেছেন। বরাবরের মতো এবারও দু'দলেই রয়েছেন একাধিক প্রার্থী। টানা ১৮ বছর মেয়র পদে থাকা ডা. সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কিছুটা এগিয়ে রয়েছেন। তবে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে দলে থাকা তার প্রতিদ্বন্দ্বীরাও বসে নেই। বিএনপি থেকেও একাধিক প্রার্থীর নাম শোনা যাচ্ছে। সবকিছু ছাপিয়ে দু'দলের প্রার্থীরাই তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে।

দু'দল থেকে তিনজন করে সম্ভাব্য মেয়র প্রার্থীর নাম শোনা যাচ্ছে। আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র ছাড়াও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলের নাম শোনা যাচ্ছে।

বিএনপি থেকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং গত বার বিএনপির টিকিটে মেয়র পদে নির্বাচন করা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নাম শোনা যাচ্ছে।

আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে বর্তমান মেয়রের বিরুদ্ধে এবার নিজ দলের নেতাদেরই অভিযোগ বেশি। সবচেয়ে বেশি অভিযোগ মেয়রের ২২ কোটি টাকা দামের বাড়ি নিয়ে। তিনি চলতি বছর নতুন বাড়ি 'চুনকা কুটির'-এ উঠেছেন। বাড়িটির রং সাদা হওয়ায় স্থানীয়রা ইতোমধ্যেই এর নাম দিয়েছেন নারায়ণগঞ্জের 'হোয়াইট হাউস'। নারায়ণগঞ্জের রাজনীতিতে 'সৎ' হিসেবে পরিচিত আইভীর এত টাকার উৎস নিয়ে দলের নেতারাই প্রশ্ন তুলেছেন।

তাছাড়া আইভী ও তার পরিবারের বিরুদ্ধে কয়েকশ কোটি টাকা দামের দেবোত্তর সম্পত্তি দখল, প্রতিবেশীর জমি দখল, বঙ্গবন্ধুর নামে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন ভেঙে দেওয়া এবং ঐতিহ্যবাহী মর্গ্যান স্কুলের জমি দখল করে মার্কেট নির্মাণ করার অভিযোগ উল্লেখযোগ্য। ফুটপাত দখলমুক্ত রাখতে সোচ্চার থাকা আইভীই নিজের বাবার নামে নির্মিত আলী আহাম্মদ চুনকা মিলনায়তন নির্মাণের সময় পাঠাগারের সামনে থাকা ফুটপাত গায়েব করে দিয়েছেন। এখন আলী আহাম্মদ চুনকা মিলনায়তনের সামনে কোনো ফুটপাতের অস্তিত্ব দেখা যাবে না।

এখানেই শেষ নয়, মেয়রের বিরুদ্ধে দলের নেতাদের অভিযোগ- তিনি বিভিন্ন ইস্যুতে দলের পরীক্ষিত একাধিক নেতার বিরুদ্ধে মামলা করেছেন। তবে তাকে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে কখনোই কথা বলতে শোনা যায়নি। এসব অভিযোগ তোলা নেতাদের বেশিরভাগই নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের অনুগত। তবে অভিযোগগুলোর বিষয়ে মেয়র আইভী কখনোই সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি। তবে তার দাবি, এগুলো তার বিরুদ্ধে ওসমান পরিবারের অনুগতদের মনগড়া অভিযোগ ছাড়া আর কিছুই নয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মেয়র আইভীর অনুগত বেশ কয়েকজন নেতা বলেন, মেয়র বাড়িটি তৈরি করেছেন তার পৈতৃক জমিতে। জমিটির ওয়ারিশ তাদের ৫ ভাইবোন। বাড়িটি নির্মাণের জন্য পৈতৃক দুটি জমি বিক্রি করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর তালিকায় থাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, ৪৬ বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

২৫ বছর ধরে নারায়ণগঞ্জ শহর ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। দলের কাছে মনোনয়ন চাইব। দল মনোনয়ন দিলে নির্বাচন করব।

আইভীর মতো তিনবারের মেয়রকে বাদ দিয়ে আপনাকে কেন দল মনোনয়ন দেবে- এমন প্রশ্নের উত্তরে খোকন সাহা বলেন, গত ১৮ বছর ধরে মেয়র পদে আছেন আইভী। কিন্তু তিনি নারায়ণগঞ্জ নগরের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। নগরের জলাবদ্ধতাই তিনি নিরসন করতে পারেননি। মাত্র আধাঘণ্টার বৃষ্টিতে এই নগরীতে হাঁটু সমান পানি হয়। নগরের পাড়া-মহল্লার পানি আটকে থাকে দিনের পর দিন। বিভিন্ন খাল ভরাট এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এমনটা হয়েছে বলে তিনি দাবি করেন। খোকন সাহার দাবি, মেয়র আইভী নগরবাসীর নন, বরং নগর ভবনের ৩৪ ঠিকাদারের মেয়র। তিনি ঠিকাদারবান্ধব মেয়র।

মনোনয়নপ্রত্যাশী অপর প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, দল মনোনয়ন দিলে নির্বাচন করব।

মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, দল থেকে মনোনয়ন চাইব। আশা করি, দল আবারও মূল্যায়ন করবে। তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বলেন, এগুলো কারা করছেন সে বিষয়ে নগরবাসী অবগত আছেন। ধৈর্য ধরে আছি। আল্লাহ নিশ্চই নিরাশ করবেন না।

এদিকে নির্বাচনের ব্যাপারে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা পুরোপুরি দলের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। সম্ভাব্য প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বর্তমানে স্ত্রীর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। টেলিফোনে তিনি সমকালকে বলেন, দল নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিলে মনোনয়ন চাইব। অপর সম্ভাব্য প্রার্থী একই কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, দীর্ঘ ৩৫ বছর ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। দল নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে হাইকমান্ড মূল্যায়ন করবে বলে তার বিশ্বাস।

গত নির্বাচনে বিএনপির টিকিটে মেয়র পদে নির্বাচন করা অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, দল চাইলে আবারও নির্বাচন করব।

whatsapp follow image

আরও পড়ুন

×