ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

২৪ ঘণ্টায় রামেকের করোনা ওয়ার্ডে ৫ মৃত্যু

২৪ ঘণ্টায় রামেকের করোনা ওয়ার্ডে ৫ মৃত্যু

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ২০:৪০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ২০:৪০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ৫ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

এদের মধ্যে রাজশাহীর ২ জন,  চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন। ৩ জন করোনা পজিটিভ, ২ জন উপসর্গ নিয়ে মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৭ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৩৭ জন।

এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৮৩ টি নমুনা পরীক্ষায় ১৬ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৮ শতাংশ।  


whatsapp follow image

আরও পড়ুন

×