নাফ নদে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
উদ্ধার করা ইয়াবা ও অস্ত্র
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ২৩:০৪ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ | ০০:১৪
মিয়ানমার থেকে ইয়াবার চালান প্রবেশকালে কক্সবাজারের টেকনাফের নাফনদের কিনারায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
রোববার ভোরে টেকনাফের নাফনদী সীমান্তে এ ঘটনা ঘটে।
বিজিবির দাবি, ঘটনাস্থল থেকে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও এক লম্বা বন্দুকসহ ধারালো কিরিচ ও লোহার রড পাওয়া গেছে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মিয়ানমার জলসীমানা থেকে নৌকাযোগে টেকনাফের নাফনদী সীমান্ত দিয়ে প্রবেশেকালে কয়েকজন মাদক পাচারকারীকে বিজিবির টহলদল চ্যালেঞ্জ করে। ইয়াবা পাচারকারীরা বিজিবি সদস্যদের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও গুলিবর্ষণ করে। এক পর্যায়ে একজন গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থলে তল্লাশি করে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও একটি লম্বা বন্দুক পাওয়া যায়।
বিজিবির এই কর্মকর্তা জানান, গুলিবিদ্ধ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সরকারি কর্তব্যে বাধা এবং অবৈধ মাদক পাচারের দায়ে থানায় মামলা প্রস্তুতি চলছে।
- বিষয় :
- বন্দুকযুদ্ধ
- নিহত
- বিজিবি