নাটোরে আনন্দ উল্লাসে মুখরিত শিক্ষা প্রতিষ্ঠান
নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে চলছে ক্লাস- সমকাল
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ২৩:১৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ | ০৫:৫৯
টানা ৫৪৪ দিন পর ক্লাসে ফিরেছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। অন্যান্য স্থানের মতো শিক্ষা প্রতিষ্ঠান খোলায় আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠেছে নাটোরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
রোববার সকালে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উৎসব মুখর পরিবেশ ও আমেজে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে হাজির হন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানসহ শিক্ষকরা শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানান।
শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের আগে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে ভেতরে প্রবেশ করানো হয়। হাত ধোয়াসহ মাস্ক বিতরণ করা হয় শিক্ষার্থীদের। প্রতিটি ক্লাসে সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের বসানো হয়।
এদিকে দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠান খোলায় ফুলেল শুভেচ্ছা জানাতে জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দসহ শিক্ষা সংশ্লিষ্টরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তারা শিক্ষক শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে পাঠদানের নির্দেশ দেন।