ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

সুনামগঞ্জে স্কুল খোলার আনন্দে আত্মহারা শিক্ষক-শিক্ষার্থী

সুনামগঞ্জে স্কুল খোলার আনন্দে আত্মহারা শিক্ষক-শিক্ষার্থী

ছবি: সমকাল

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ২৩:১৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ২৩:১৩

দীর্ঘ ৫৪৪ দিন পর স্কুলের আঙ্গিনায়। যেন অন্য রকম অনুভূতি সবার মাঝে। কেউ কেউ নিজেরাই স্কুল সাঝানোর সরঞ্জাম নিয়ে এসেছে। শিক্ষকরা ফুল দিয়ে বরণ করছিলেন শিক্ষার্থীদের। স্কুলের স্টাফরা স্যানিটাইজার নিয়ে ফটকে দাঁড়ানো। আনন্দে আত্মহারা সকলেই। রোববার সকাল ৯টার দিকে সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের পরিবেশ ছিল এমনই।

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাবিকুন্নাহারর মীম বলে, ‌‘কতদিন পর সবার সঙ্গে দেখা হয়েছে। আর যেন এমন পরিস্থিতি না হয়। আমরা আমাদের প্রতিষ্ঠান খোলাই দেখতে চাই। স্বাস্থ্যবিধি মেনেই স্কুলের আঙ্গিনায় থাকবো আমরা।’

সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ মাসহুদ চৌধুরী বলেন, আমরা শিক্ষকরাও আনন্দিত। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করার জন্য।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকাল থেকে একই রকমের পরিবেশ হাওরাঞ্চলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে।

whatsapp follow image

আরও পড়ুন

×