আজমল হোসেন হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

সিলেট ব্যুরো
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১ | ১০:৩৮ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ | ১০:৩৮
সিলেটের বিয়ানীবাজারের আজমল হোসেন হত্যা মামলায় দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাদের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া রোববার এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্তরা হলেন- মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কুতুবনগর গ্রামের আব্দুল খালিকের ছেলে রুহেল আহমদ ওরফে কালা ও একই উপজেলার গুলসা এলাকার বিজয় কান্তের ছেলে অপু দাস ওরফে জাকারিয়া।
বাদী পক্ষের আইনজীবী রাসেল খাঁন জানান, ৩০২ ধারায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এ ছাড়া ৩৯৭ ধারায় দশ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজমল হোসেন ২০১৬ সালের ৩০ জানুয়ারি নগরীর উপশহরের বাসা থেকে গ্রামের বাড়ি বিয়ানীবাজারের জলঢুপ গ্রামে যান। ৩ ফেব্রুয়ারি সকালে তার বাড়িতে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হলে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় চারজনকে শনাক্ত ও গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে চার্জশিটও দাখিল করা হয়। অভিযুক্তদের মধ্যে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার শান্তিনগর গ্রামের রুস্তম আলীর ছেলে হোসাইন আহমদ ও মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এলাকার নলুয়ারপাড় গ্রামের আলকাছ উদ্দিনের ছেলে জামাল উদ্দিনের বয়স কম হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলছে।
- বিষয় :
- সিলেট
- আজমল হোসেন
- হত্যা মামলা
- ফাঁসি