ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে হত্যা মামলায় দু'জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে হত্যা মামলায় দু'জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১ | ১০:৩২ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ | ১০:৩২

লক্ষ্মীপুরে মহিন নামের এক অটোরিকশা চালককে হত্যা মামলায় দুই আসামি মোহন ও তারেকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে ওই দুই আসামির আরও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। বিষয়টি নিশ্চিত করেন জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসীম উদ্দিন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- সদরের বিরাহিমপুর গ্রামের বাসিন্দা মাইন উদ্দিনের ছেলে মোহন ও রশিদপুর গ্রামের আবদুল্লাহর ছেলে তারেক। মাদক মামলায় সাজাপ্রাপ্ত হলেন টেকনাফের পানখালি এলাকার জালাল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিন।

আদালত ও মামলার এজাহারের বরাতে দিয়ে জসীম উদ্দিন জানান, রায়ে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মোহন ও তারেক ২০১৩ সালের ২৭ জুলাই রাতে রামগঞ্জ থেকে অটোরিকশা ভাড়া করে নিয়ে এসে লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামে চালক মহিনকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে সড়কের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ২৮ জুলাই মহিনের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। পরে পুলিশ শহরের রেহান উদ্দিন ভূঁইয়াবাড়ির সামনে থেকে অটোরিকশাটি উদ্ধার করে এবং তদন্ত করে ২০১৪ সালের ১৩ জানুয়ারি মোহন ও তারেকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর তাদের যাবজ্জীবন সাজা ও জরিমানা করেন। তবে রায়ের সময় সাজাপ্রাপ্ত আসামি মোহন আদালতে উপস্থিত ছিলেন না।

এদিকে, হত্যা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবী আফরোজা ববি উচ্চ আদালতে যাওয়ার কথা জানান।

whatsapp follow image

আরও পড়ুন

×