ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

ধুনট(বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ০৪:২৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ০৪:২৪

বগুড়ার ধুনটে রেহেনা খাতুন (২০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে রেহেনার বাবা রেজাউল করিম বাদী হয়ে শনিবার ধুনট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন ।

মারা যাওয়া রেহেনা খাতুন শেরপুর উপজেলার সুঘাট গ্রামের রেজাউল করিমের মেয়ে। অভিযুক্তর নাম আলিফ হাসান। তিনি ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের মুঞ্জুরুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,২/৩ মাস আগে রেহানা খাতুনের সঙ্গে আলিফ হাসানের সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকেই আলিফ হাসান নানা অজুহাতে স্ত্রী রেহানাকে মারধর করতেন। শুক্রবার  সন্ধ্যায় মোবাইল ফোনে রেহানার কথা বলা দেখে পরকিয়া প্রেম বলে সন্দেহ করেন। এ নিয়ে দুজনের কথা কথাকাটাকাটির একপর্যায়ে আলিফ রেহেনাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে। পরে রেহেনার মৃত্যুর খরব তার বাবা মাকে জানিয়ে লাশ দাফন করার প্রস্তুতি নেয়। পরবর্তীতে রেহেনার বাবা মা ও স্বজনরা ঘটনাস্থলে  উপস্থিত হয়ে মৃতদেহের গলাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রেহেনার লাশ উদ্ধার করে এবং স্বামী আলিফ হাসানকে গ্রেপ্তার করে।

ধুনট থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, গৃহবধূ রেহেনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান,গ্রেপ্তার আলিফ হাসান স্ত্রী রেহেনাকে মারধর ও শ্বাসরোধ করে হত্যার বিষয়টি স্বীকার করেছেন।


আরও পড়ুন

×