ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

চোরাবালিতে ডুবে প্রাণ গেলো মেডিকেল শিক্ষার্থীর

চোরাবালিতে ডুবে প্রাণ গেলো মেডিকেল শিক্ষার্থীর

মোসব্বির হোসেন ফাহিম। ছবি: সমকাল

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ০৫:০৬ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ০৫:০৬

বগুড়ার সারিয়াকান্দিকে চোরাবালিতে ডুবে মোসব্বির হোসেন ফাহিম নামে মেডিকেল কলেজের এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে সারিয়াকান্দিও দিঘলকান্দি প্রেম যুমনার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

ফাহিম বগুড়ার গাবতলী উপজেলার হাতিবান্ধা গ্রামের ফজলুল করিমের ছেলে ও দিনাজপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পূজার কারণে মেডিকেল কলেজ বন্ধ থাকায় ফাহিম সম্প্রতি তার নানার বাড়ি সারিয়াকান্দি দিঘলকান্দিতে বেড়াতে যান। শনিবার সকাল ৮টার দিকে তিনি যমুনার নদীর দিঘলকান্দিও প্রেম যুমনার বালুচরে গেলে সেখানে এক পর্যায়ে চোরাবালিতে ডুবে যান। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নদীর বিভিন্ন স্থানে চর পড়েছে। ওই চরের মধ্যে চোরাবালির মধ্যে ডুবে তার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।



আরও পড়ুন

×