ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

আরও ২ শাবক উপহার দিলো ‘জয়া’

আরও ২ শাবক উপহার দিলো ‘জয়া’

ছবি- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ০৬:৪৪ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ০৬:৪৭

চট্টগ্রাম চিড়িয়াখানায় আরও দুইটি বাঘের জন্ম হয়েছে। বাঘিনী ‘জয়া’ গত ১৯ সেপ্টেম্বর শাবক দুটি জন্ম দিয়েছে। তবে শনিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, জন্ম নেওয়া দুটি ছানাই বাঘিনী। এ নিয়ে চিড়িয়াখানায় বাঘের সংখ্যা দাঁড়াল ১২টিতে। যাদের মধ্যে দুটি বাঘ ও ১০টি বাঘিনী।

চিড়িয়াখানার ভারপ্রাপ্ত ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ জানান, দ্বিতীয় বারের মতো বাঘিনী জয়া আরও দুটি শাবক জন্ম দিয়েছে। জন্ম নেওয়া শাবক দুটি মা জয়ার সঙ্গেই রয়েছে। এর আগে গত বছরের ১৪ নভেম্বর জয়া প্রথম শাবকের জন্ম দিয়েছিল। এবার একসঙ্গে দুইটি মেয়ে শাবকের জন্ম দিল।

২০১৬ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় দক্ষিণ আফ্রিকা থেকে ১১ ও ৯ মাস বয়সী একটি বাঘ ও বাঘিনী আনা হয়। পরবর্তীতে এগুলোর নাম রাখা হয় রাজ ও পরী। এই দম্পতি ২০১৮ সালের ১৯ জুলাই তিনটি সন্তানের জন্ম দেয়। তবে এদের মধ্যে একটি ছানা মারা যায়। বেঁচে থাকা দুটি ছানার মধ্যে সাদা-কালো ডোরাকাটা বাঘটির নাম দেওয়া হয় 'শুভ্রা' আর কমলা-কালো ডোরাকাটা বাঘটির নাম দেওয়া হয় 'জয়া'। গত বছর জন্ম দেওয়া শাবকটিকে জয়া দুধ দেয়নি। তবে এবার জন্ম দেওয়া শাবক দুইটি জয়ার সাঙ্গে আছে।

আরও পড়ুন

×