রাজবাড়ী আ. লীগের সভাপতি জিল্লুল হাকিম, সম্পাদক ইরাদত

জিল্লুল হাকিম ও কাজী ইরাদত আলী (ডানে)
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ০৯:৫২ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ১০:১৩
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে জিল্লুল হাকিম পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজী ইরাদত আলী। শনিবার রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতি আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য কর্নেল (অব.) ফারুক খান এমপি তাদের নাম ঘোষণা করেন।
সম্মেলনে চারজন সহ সভাপতি ও একজন যুগ্ম সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়েছে। চারজন সহ সভাপতি হলেন- কাজী কেরামত আলী এমপি, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার ও মহম্মদ আলী চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শেখ সোহেল রানা টিপু।
সভাপতি পদে চারজন এবং সাধারণ সম্পাদক পদে ছয়জন প্রার্থী ছিলেন। জিল্লুল হাকিম রাজবাড়ি-২ আসনের চারবারের এমপি। নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী রাজবাড়ি-১ আসনের এমপি কাজী কেরামত আলীর ছোট ভাই। কাজী কেরামত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ইরাদত আলী ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। একাদশ সংসদ নির্বাচনের আগে ছোট ভাইকে ৩০০ টাকার স্ট্যাম্পে সাধারণ সম্পাদক পদ 'লিখে দেন' কাজী কেরামত।
এরপর থেকে ইদারত আলীই হয়ে ওঠেন সাধারণ সম্পাদক। শনিবার সম্মেলনের প্রথম অধিবেশনে তিনিই সাংগঠিক প্রতিবেন উপস্থাপন করেন।
- বিষয় :
- রাজবাড়ী
- আওয়ামী লীগ
- ত্রি-বার্ষিক সম্মেলন