ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

কুমিল্লায় ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ৩

কুমিল্লায় ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ৩

ফাইল ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ১০:০৩ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ১০:০৩

কুমিল্লা অতিক্রম করার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। দুষ্কৃতকারীদের ছোড়া এই পাথরের আঘাতে শিশুসহ তিন যাত্রী আহত হয়েছেন। 

শুক্রবার রাতে সদর উপজেলার বানাশুয়া ব্রিজের অদূরে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশু নুসরাত জাহান মুন (৮) ও কামরুল ইসলামের (৫০) নাম জানা গেছে। অপর আহত ব্যক্তির নাম জানা যায়নি।

রেলওয়ে পুলিশ জানায়, উপকূল এক্সপ্রেস ট্রেনটি রাত সাড়ে ৮টার দিকে বানাশুয়া এলাকায় পৌঁছলে ৬০১৭ নম্বর বগির ১ নম্বর এসি কেবিনের জানালা লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এতে জানালার গ্লাস ভেঙে পাথর ট্রেনের ভেতরে ঢুকে যায়। পাথরের আঘাতে কেবিনে থাকা শিশু মুন, কামরুল ও আরেক যাত্রী আহত হন। এই ঘটনায় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর ট্রেনটি লাকসাম স্টেশনে পৌঁছলে ট্রেনের যান্ত্রিক বিভাগের কর্মচারীরা ক্ষতিগ্রস্ত গ্লাসের ওপর কাগজ ও স্কচটেপ লাগিয়ে দেন।

এ বিষয়ে শনিবার কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, বিষয়টি সংশ্নিষ্ট রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×