কুমিল্লায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

কুমিল্লা ও বুড়িচং প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ১২:০৫ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ১২:০৫
কুমিল্লায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কাটাজঙ্গল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-জেলার আদর্শ সদর উপজেলার রত্নাবতী গ্রামের আবু সাঈদ (৫০) ও তার স্ত্রী রুমি আক্তার (৪২)।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে কোম্পানীগঞ্জ অভিমুখি তিশা গোল্ডেন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাটাজঙ্গল এলাকায় পৌঁছে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করে থানায় আনা হয়।