রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর জাল ডিও লেটার, আটক ৪

রংপুর অফিস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১ | ০৯:৩৮ | আপডেট: ২৮ অক্টোবর ২০২১ | ০৯:৩৮
কনস্টেবল নিয়োগে স্বরাষ্ট্রমন্ত্রীর জাল ডিও লেটার পুলিশ সুপার বরাবর জমা দেওয়ার অভিযোগে এক পুলিশ সদস্যসহ চারজনকে আটক করা হয়েছে। বুধবার রাতে রংপুরে তাদের আটক করে জেলা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী স্বাক্ষরিত একটি ডিও লেটার রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ে জমা দেওয়া হয়। ওই ডিও লেটারটি খতিয়ে দেখা হলে তা জাল প্রমাণিত হয়। তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির সঙ্গে কথা বলেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। এরপর রংপুর উপশহরের মোসাদ্দেক ও মিঠাপুকুর উপজেলার আল-আমিনকে আটক করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল মাসুদ রানাসহ আরও একজনকে আটক করে পুলিশ।
পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা সংঘবদ্ধ চক্র। তাদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- কনস্টেবল নিয়োগ
- জাল ডিও লেটার
- রংপুর