ঢাকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

যশোরে জোড়া মাথার নবজাতকের জন্ম

যশোরে জোড়া মাথার নবজাতকের জন্ম

ছবি: সমকাল

যশোর অফিস

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১ | ২২:০১ | আপডেট: ২৮ অক্টোবর ২০২১ | ২২:৫৩

যশোরে জোড়া মাথার এক নবজাতকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার শহরের বেসরকারি একটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার জন্ম হয়। পরে অবস্থা খারাপ হওয়ায় যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির বাবা ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের আল-আমিন ও মা মুসলিমা আক্তার।

শিশুটির নানী সাবিয়া বেগম বলেন, 'আমরা প্রথম দিকে একবার আল্ট্রাসোনা করেছিলাম। ডাক্তার বলেছিলো মা ও বাচ্চা ভালো আছে। ৯ মাস পার হওয়ায় আবার আল্ট্রাসোনা করি। ডাক্তার বলেন, যমজ বাচ্চা হবে। এরপর আমরা কালিগঞ্জে হাসপাতালে ভর্তি করি। সেখান থেকে যশোর পাঠিয়ে দেওয়া হয়। পরে যশোরে একটি ক্লিনিকে ভর্তি করি। সিজারের পর দেখি জোড়া মাথাসহ বাচ্চা।'

যশোর জেনারেল হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক শাহারিয়ার শাকিব বলেন, 'বাচ্চাটির অবস্থা ভালো নয়। প্রাথমিক চিকিৎসা দিয়েছি তাকে ঢাকায় রেফার্ড করা হবে।'


আরও পড়ুন

×