ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ড. হুমায়ুন কবির কুবির প্রো-ভাইস চ্যান্সেলর

ড. হুমায়ুন কবির কুবির প্রো-ভাইস চ্যান্সেলর

ড. মোহাম্মদ হুমায়ুন কবির

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ০২:৫৩ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ০২:৫৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে ড. মোহাম্মদ হুমায়ুন কবিরকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপসচিব মো. মাহমুদুল আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল হামিদের অনুমতিক্রমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। ড. হুমায়ুন কবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক।

নিয়োগের আদেশে বলা হয়েছে, প্রো-ভাইস চ্যান্সেলর পদে ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর। 


আরও পড়ুন

×