নগরকান্দায় বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

নগরকান্দায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমাম-উল ইসলামের বাড়িতে হামলা চালানো হয়
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ০৪:৪৫ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ০৪:৪৫
ফরিদপুরের নগরকান্দার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমাম-উল ইসলামের বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে নৌকা প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। বুধবার রাতে ইউনিয়নের ভাজনকান্দা গ্রামে তার নিজ বাড়িতে এ হামলা চালানো হয়। এসময় হামলাকারীরা ইমাম-উল -ইসলামের বাড়িঘর ও আসবাবপত্র ভাংচুর করে এবং লুটপাট করে নেয়।
ইমাম-উল ইসলাম শহীদনগর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
আনারস প্রতীকের স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) চেয়ারম্যান পদপ্রার্থী ইমাম-উল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিন শতাধিক লোক নৌকার শ্লোগান দিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা নৌকার প্রার্থী খোন্দকার জাকির হোসেন নিলুর সমর্থক বলে তিনি অভিযোগ করেন।
ইমাম-উল ইসলাম বলেন, হামলাকারীরা নৌকার শ্লোগান দিয়ে আমার বাড়িঘর ভাংচুর করে। এ সময় তারা ঘরের আসবাবপত্র ভাংচুর করে এবং স্বর্ণাংলকারসহ নগদ অর্থ লুট করে নেয়।
এ ব্যাপারে কোদালিয়া শহীদনগর ইউনিয়নের নৌকার প্রার্থী খোন্দকার জাকির হোসেন নিলুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ থানায় অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
- বিষয় :
- নগরকান্দা
- বিদ্রোহী প্রার্থী
- হামলা
- লুটপাট