ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ইন্দুরকানীতে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত

ইন্দুরকানীতে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত

আসাদুল কবির তালুকদার স্বপন

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ০৪:৫৭ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ০৪:৫৭

পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পার্টি (জেপি) মনোনীত চেয়ারম্যান প্রার্থী আসাদুল কবির তালুকদার স্বপন (৬০) মারা যাওয়ায় চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সকাল ৯ টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। আসাদুল কবির  তালুকদার স্বপন ইন্দুরকানী উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের জাতীয় পার্টি জেপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা জেপির আহবায়ক পত্তাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন।

ইন্দুরকানী সদর ইউনিয়নের শুধু চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার  এ এস এম রোকনুজ্জামান খান।  তিনি জানান,এ বিষয়ে গণবিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। তবে  ওই ইউনিয়নে সাধারণ সদস্যসহ সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন চলবে।

আগামী ১১ নভেম্বর ২য় ধাপের ইউপি নির্বাচনে এ উপজেলার ইন্দুরবানী সদর, পত্তাশী ও পাড়েররহাট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে  ইন্দুরকানী সদর ইউনিয়নের জেপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মারা যাওয়ায় শুধু  ওই ইউনিয়নের  চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।                            

আরও পড়ুন

×