ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

খুলনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

খুলনায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ০৬:২২ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ০৬:৩৩

মাদক মামলায় কাজল নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এ রায় দেন। কাজল নগরীর ইস্ট লিংক রোডের প্রয়াত জাকির হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৬ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা এক অভিযানে কাজলের বাসা থেকে ৬২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। এ ঘটনায় সংস্থাটির গোয়েন্দা শাখার পরিদর্শক পারভীন আক্তার খুলনা থানায় মাদক আইনে মামলা করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম একই বছরের ৯ জুন কাজলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। 

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত বৃহস্পতিবার কাজলের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। কাজল পলাতক রয়েছেন।

আরও পড়ুন

×