ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

শেরপুরের কুসুম্বী ইউনিয়ন

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় কেটে দেওয়া হলো চুল

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় কেটে দেওয়া হলো চুল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ০৮:১৯ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ০৮:১৯

বগুড়ার শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় ও তার নির্বাচনী কার্যালয় পাহারা দেওয়ায় এক সমর্থকের মাথার চুল কেটে দেওয়া হয়েছে। 

ওই ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জুলফিকার আলী সঞ্জুর কর্মী-সমর্থকরা গত সোমবার রাতে এ ঘটনা ঘটান বলে অভিযোগ ভুক্তভোগী বৃদ্ধ কবেজ উদ্দীনের। তবে তাদের হুমকির ভয়ে দু'দিন বিষয়টি প্রকাশ করেননি তিনি। 

বুধবার সন্ধ্যায় ঘটনাটি তিনি স্থানীয়দের জানান।

কবেজ উদ্দিন অভিযোগ করে বলেন, তিনি স্থানীয় কেল্লা বাজারের মুদি দোকানি। মাজার ভক্ত হওয়ায় চুল কাটেন না তিনি। এ কারণে জটা ধরেছে তার চুলে। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে তিনি স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহ আলম পান্নার সমর্থনে ভোট চাইছেন। এ ছাড়া তার দোকানের সামনেই পান্নার নির্বাচনী কার্যালয় হওয়ায় রাতে সেটি পাহারাও দেন। সোমবার রাত একটার দিকে নৌকা প্রতীকের কর্মী একই গ্রামের সাইফুল ইসলাম, স্বপন মিয়া, রুবেল আহম্মেদ, ওবাইদুল ইসলামসহ কয়েকজন তাকে ঘুম থেকে ডেকে তোলেন। দোকান ঘরের বাইরে এনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় ও নির্বাচনী কার্যালয় পাহারা দেওয়ার জন্য তাকে মারধর করেন এবং চুল কেটে দেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে জুলফিকার আলী সঞ্জু বলেন, তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। কবেজ উদ্দিনের চুল কেউ কেটে দেয়নি। তার মাথার চুল বেশ বড় ও জট বাঁধা। কেউ হয়তো চুলগুলো টেনে ছিড়ে ফেলেছে। তবে এটিও অন্যায় এবং তার কর্মী-সমর্থকরা এতে জড়িত নয়।

শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×