ঢাকা শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

কলেজছাত্র রাহাত হত্যা: আদালতে সানীর আত্মসমর্পণ

কলেজছাত্র রাহাত হত্যা: আদালতে সানীর আত্মসমর্পণ

আরিফুল ইসলাম রাহাত

সিলেট ব্যুরো

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ০৮:৫১ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ০৯:৩৩

সিলেটে কলেজছাত্র আরিফুল ইসলাম রাহাত হত্যা মামলার আসামি ওলিদুর রহমান সানী আদালতে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার মহানগর হাকিম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে এজাহারভুক্ত তৃতীয় আসামি সানী। এ সময় আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দক্ষিণ সুরমার তেতলি ইউনিয়নের আহমদপুর গ্রামের মৃত গৌছ মিয়ার ছেলে সানী হত্যাকাণ্ডের পর থেকে পলাতক ছিল।

এদিকে সানীকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রিপন কুমার দে। তিনি বলেন, ইতোমধ্যে প্রধান আসামি সামসুদ্দোহা সাদী আদালতে স্বীকারোক্তি দিয়েছে। আসামি সানীকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ড সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে। অন্য আসামি তানভীরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

গত ২১ অক্টোবর দুপুরে দক্ষিণ সুরমা সরকারি কলেজ ক্যাম্পাসে রাহাতকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

আরও পড়ুন

×