অস্ত্রসহ খালেক গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ০৯:০৬ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ০৯:০৬
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে খালেক গ্রুপের দুই সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন সদস্যরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের কবরস্থানের পাশে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার ১৬ এপিবিএন এর অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, 'গোপন সংবাদে জানা যায় সন্ত্রাসী খালেক গ্রুপের ৭/৮ জন সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিয়ে আই-ব্লকের কবরস্থানের পাশে ইটের রাস্তার ওপর অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ নুর (৩৭) ও মোঃ জোবায়েরকে (১৯) গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক ও দুইটি স্টীলের চাকু উদ্ধার করা হয়।'
তিনি আরও বলেন, অনুসন্ধানে জানা যায় তারা দুইজন সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্য। তারা ক্যাম্প এলাকায় অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই করে থাকে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।