ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট

পারাপারের অপেক্ষায় দুই সহস্রাধিক যানবাহন

পারাপারের অপেক্ষায় দুই সহস্রাধিক যানবাহন

ফেরি পারের অপেক্ষায় বাস-ট্রাকসহ সহস্রাধিক বিভিন্ন যানবাহন। ছবিটি বৃহস্পতিবার বিকেলে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তোলা - সমকাল

গোয়ালন্দ (রাজবাড়ী) ও শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ০৯:১৬ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ০৯:১৬

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় প্রান্তে কয়েক হাজার যানবাহন আটকা পড়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন চালক, যাত্রীসহ এলাকাবাসী। ফেরি বিকল, নাব্য সংকট এবং বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন সংশ্নিষ্টরা। এ ছাড়া দৌলতদিয়া ও পাটুরিয়া প্রান্তে চারটি ঘাট বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার দৌলতদিয়া ঘাটে ফেরি পারের অপেক্ষায় আটকে পড়ে রাজধানীমুখী বাস-ট্রাকসহ সহস্রাধিক বিভিন্ন যানবাহন। এ সময় দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ডাইভারশন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার এলাকায় যাত্রীবাহী যান আটকা পড়ে। এ ছাড়া ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক আটকে রয়েছে।

এ যানবাহনের দীর্ঘ সারি পাটুরিয়া-ঢাকা মহাসড়কের উথলী পর্যন্ত ৯ কিলোমিটার ও আরিচা-ঢাকা মহাসড়কের উথলীর মোড় পর্যন্ত ৩ কিলোমিটারসহ মোট ১২ কিলোমিটার রাস্তায় বিস্তৃত হয়।

ঘাট সংশ্নিষ্ট সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি ফেরির মধ্যে বর্তমানে চলাচল করছে ১৬টি। এ ছাড়া নদীতে নাব্য সংকটে বড় ফেরিগুলো ঝুঁকির মুখে থাকায় চলাচলে সাবধানতা অবলম্বল করতে হচ্ছে। নাব্য সংকট নিরসনে চলছে খননকাজ। অন্যদিকে দৌলতদিয়ায় সাতটি ঘাটের মধ্যে চালু রয়েছে পাঁচটি ফেরিঘাট এবং বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় এ নৌরুটে অতিরিক্ত গাড়ির চাপ পড়েছে। ফলে এ নৌরুটে প্রতিনিয়ত যানজট লেগেই থাকছে।

ঢাকাগামী পিকআপের যাত্রী সাতক্ষীরার বিল্লাল, ফারুক, রানা ও মোশারফ জানান, তারা ১৮ জন ইটভাটার কাজে ঢাকায় যাচ্ছেন। বুধবার রাত সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছান; কিন্তু দুপুর ২টার দিকেও ফেরিতে উঠতে পারেননি।

বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাকচালক আলমগীর হোসেন জানান, দু'দিন আগে গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে আটকা পড়েন তিনি। বৃহস্পতিবার সকালে সেখান থেকে ঘাটে এসে লম্বা লাইনে আটকে আছেন।

গাবতলী থেকে ছেড়ে আসা যশোরগামী সোহাগ পরিবহনের বাসচালক বিল্লাল মিয়া জানান, সকাল ৮টায় গাবতলী থেকে বাস ছেড়ে সকাল সাড়ে ১০টার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। কিন্তু ঘাটে যানজটের কারণে চার ঘণ্টার অপেক্ষায় থেকেও ফেরিতে উঠতে পারেননি তিনি।

আমিন বাজার থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী ট্রাকচালক আলম সরদার জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে পাটুরিয়া ঘাটে এসে যানজটে পড়েন। কিন্তু বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ফেরি পারাপার হতে পারেননি তিনি।

এ প্রসঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, এ নৌরুটে ২০টি ফেরির মধ্যে ১৬টি চলাচল করছে। যার মধ্যে একটি ডুবে গেছে এবং অন্য তিনটি মেরামতের কাজ চলছে। এ ছাড়া নদীতে নাব্য সংকট, ঘাট স্বল্পতা ও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়ায় গাড়ির অতিরিক্ত চাপ পড়েছে।

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির ডিজিএম জিল্লুর রহমান জানান, ফেরি স্বল্পতা, ঘাটের সমস্যা এবং শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ হওয়ায় পাটুরিয়া ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। ঘাট এলাকায় প্রায় ১২শ ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×