ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

ইকবালসহ চার আসামি কারাগারে নজরদারিতে

ইকবালসহ চার আসামি কারাগারে নজরদারিতে

ইকবাল হোসেন। ছবি: ফাইল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১ | ১০:০৪ | আপডেট: ০৪ নভেম্বর ২০২১ | ১০:০৪

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনসহ চার আসামি বর্তমানে কারাগারে রয়েছে। পুলিশ ও সিআইডির হেফাজতে রিমান্ডে টানা ১২ দিন জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে বুধবার রাতে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার আসাদুর রহমান  বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, কারাগারে ইকবালসহ চার আসামিকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। তাদের সঙ্গে কেউ সাক্ষাতের জন্য আসেনি।

অন্য তিন আসামি হলো- ঘটনার সময় ৯৯৯ নম্বরে পুলিশকে ফোন করা ইকরাম এবং দারোগাবাড়ি মাজারের সহকারী খাদেম হুমায়ুন কবির ও ফয়সাল আহমেদ।

মামলার তদন্তকারী সংস্থা সিআইডি সূত্রে জানা গেছে, ইকবাল মণ্ডপে কোরআন রাখার বিষয়টি স্বীকার করেছে। তবে নগরীতে সহিংসতা ছড়িয়ে দিতে অনেকেরই ইন্ধন রয়েছে। কেউ কেউ সরাসরি হামলা-ভাঙচুরে অংশ নিয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অনেককে শনাক্ত করা সম্ভব হয়েছে। এ ছাড়া ঘটনার পরে ইন্ধনদাতাদের অনেকেই মোবাইল ফোনে হামলা ও অন্যান্য বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

সিআইডি কুমিল্লার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান বলেন, মামলার অনেক কিছু এখন আমাদের কাছে স্পষ্ট। তবে সহিংসতায় অংশ নেওয়া আরও অনেকের তথ্য ও ভিডিও যাচাই-বাছাই করতে হচ্ছে। নিশ্চিত হয়েই সহিংসতায় সরাসরি অংশ নেওয়া এবং নেপথ্যে থাকা ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে।

গত ১৩ অক্টোবর কুমিল্লা নগরীর নানুয়ারদীঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন অবমাননা এবং পরে মন্দির ভাঙচুরসহ বিভিন্ন ঘটনায় জেলায় এ পর্যন্ত মোট ১২টি মামলা হয়েছে। গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ৯৫ জন।


আরও পড়ুন

×