ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের কাছে ককটেল বিস্ফোরণ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০২:১৬ | আপডেট: ০১ জানুয়ারি ২০২০ | ০২:৫৪
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মূল গেটের সামনে দু’টি ককটেল বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরণের সময় ইনস্টিটিউটের ভেতরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলছিল।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে ছাত্রদলের সম্মেলনস্থলের কাছে ফাঁকা জায়গায় দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে। মৎস্যভবন থেকে শাহাবাগের দিকে যেতে রাস্তায় চলন্ত কোনো গাড়ি থেকে ককটেলগুলো ছুঁড়ে মারা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি জানার চেষ্টা করা হচ্ছে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।